২৭শে অক্টোবর, ২০২৫ 🔻 ১১ই কার্তিক, ১৪৩২🔻 ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক (স্বতন্ত্র) হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শারমিন আক্তার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া আরও ৬জনকে পরিচালক এবং ২ জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের ৬৭তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনীত সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন এবং মো. মোর্শেদ হাসান খানকে আপনাদের ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে (প্রথম মেয়াদে) নিযুক্তিতে অনুমোদন প্রদান করা হলো।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড (যশোর) করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। অধ্যাপক মোর্শেদ হাসান খান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার বাবা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন খান। যিনি টিএইচ খান নামেই সমধিক পরিচিত। অধ্যাপক মোর্শেদ হাসান খানের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ভাই একজন স্বনামধন্য আইনজীবী।

এ ছাড়াও গত ২৮ মে অনুষ্ঠিত ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা এবং ২৬ আগস্ট অনুষ্ঠিত ৬৮তম পর্ষদ সভায় পরিচালক হিসেবে মনোনীত আকরাম হোসেন বিপিএম (সেবা) এ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), আবু নাছের মোহাম্মদ খালেন বিপিএম এ্যাডিশনাল আইজি (এইচআরএম), মো. ছিবগাত উল্লাহ বিপিএম (সেবা) পিপিএম এ্যাডিশনাল আইজি (সিআইডি), সরদার নুরুল আমিন বিপিএম (সেবা) এ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), মো. কামরুল আহসান ডিআইজি এবং এ কে এম আওলাদ হোসেন এ্যাডিশনাল আইজি (এ্যাডমিন) কে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিযুক্তিতে অনুমোদন প্রদান করার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়।