১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

করোনাভাইরাস: বশ্বিে আক্রান্ত ২২, ৩২৮, ০৬৯

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪করেসপন্ডেন্টঃজন্স হপকন্সি বশ্বিবদ্যিালয়রে (জএেইচইউ) তথ্যমতে বৃহস্পতবিার সকাল র্পযন্ত বশ্বিে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গছেনে ৭ লাখ ৮৬ হাজার ৩০৩ জন। পাশাপাশি আক্রান্ত হয়ছেনে ২ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৬৯ জন।
সবচয়েে ক্ষতগ্রিস্ত র্মাকনি যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ছেনে ৫৫ লাখ ২৯ হাজার ৩৪৭ জন। এই ভাইরাসে দশেটতিে মোট মারা গছেনে ১ লাখ ৭৩ হাজার ১৪৫ জন।
এদকিে ভারতে বৃহস্পতবিার র্পযন্ত করোনায় মৃতরে সংখ্যা বড়েে দাঁড়য়িছেে ৫২ হাজার ৮৮৯ জন।
বিশ্বে আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৫৬ হাজার ৬৫২ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১০০ জন।
ইছামতিনিউজ২৪করেসপন্ডেন্টঃ
বিশ্বে গত কয়েক মাস ধরে করোনায় আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। ২৮ জুন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল এক কোটি। পরের ৪৩ দিনে দ্বিগুন হয়েছে।
গতবছরে চীনের উহানে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। দ্রুতই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।