৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

করোনায় শনাক্ত বেড়েছে

শেয়ার করুন:

করোনায় মৃতদের দাফান করা হচ্ছে। ছবি: আব্দুল গনি

করোনায় মৃতদের দাফান করা হচ্ছে। ছবি: আব্দুল গনি

ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৩.৭৯ শতাংশ। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী।

এর আগের গতকাল মঙ্গলবার করোনায় ৯ জনের মৃত্যু হয়েছিল এবং ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৩.৭৮ শতাংশ।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার টেষ্টের ছবি।  আব্দুল গনি।করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি: আব্দুল গনি

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২১৭ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।