১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

শেয়ার করুন:

ফরিদপুরে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় শহিদুল ইসলাম বাবুল বলেন, এটা আপনাদের জন্য উপহার, কোনো অনুদান নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সারা দেশ আজ শোকাহত। তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই।

স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং এলাকাবাসীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।



সুত্রঃ কালবেলা