শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ হওযা চারজনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে ৪টি কবরস্থানে দোয়া খায়ের করলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান । গতকাল রবিবার বিকেলে উপজেলার কৈজুরী , খুকনী ও হাবিবুল্লাহনগর ইউনিয়ন সহ ২৪ জুলাই নিহত চার শহীদ মনিরুজ্জামান, ইয়াহিয়া, সুমন আহমেদ শহীদদের কবর পর্যায়ক্রমে পরিদর্শন করেন।
সেখানে গিয়ে তিনি তাঁদের স্মরণ করেন এবং দেশের জন্য তাঁদের ত্যাগকে গভীরভাবে কৃতজ্ঞচিত্তে স্বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন মিয়া । শেষে পর্যায়ক্রমে সকল শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন । উল্লেখ্য, উপজেলা প্রসাশনের উদ্যোগে জুলাই শহীদদের কবর গুলো বাঁধাই করে দেয়া হয়েছে ।
Post Views: 256







