১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক তুহিনের জন্য!

শেয়ার করুন:

গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন এবং স্থানীয় কিছু ক্লাবের সঙ্গেও জড়িত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার এক চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তুহিনের ওপর ফিল্মি স্টাইলে হামলা চালানো হয়।

হামলার এক ঘণ্টা আগে তুহিন তার ফেসবুকে ওই এলাকার ভাসমান দোকান নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিও পোস্টের কিছুক্ষণ পরই মসজিদ মার্কেট সংলগ্ন গলির এক চায়ের দোকানে বসে থাকা অবস্থায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে হত্যা করে।

স্থানীয় দোকানি খায়রুল ইসলাম জানান, তুহিন দৌড়ে তার দোকানে ঢুকে পড়ে, তখন তিনজন ভিতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। দোকানের বাইরে আরও দুজন রামদা হাতে পাহারা দিচ্ছিল। তিনি বাধা দিতে গেলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম জানান, “ঘটনার পেছনে প্রবল ক্ষোভ কাজ করেছে বলেই ধারণা করা হচ্ছে।” ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান।

সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে এ ঘটনায়। পুলিশের দ্রুত পদক্ষেপ ও অপরাধীদের গ্রেফতারে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা।