১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

চলে গেলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য,সুজানগরের কৃতি সন্তান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযুদ্ধকালীন এফ এম কমান্ডার  মকবুল হোসেন সন্টু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার(২৮ আগস্ট)সকাল ১০টায় পাবনা শহরের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ মেয়ে, রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জীবিতকালীন বর্ণাঢ্য জীবনে  তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।তিনি সুজানগর উপজেলা ও
 

বেড়া আংশিক এলাকা নিয়ে গঠিত পাবনা-২ আসন থেকে পরপর ২ বার সংসদ সদস্য ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় পার্টির পাবনা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সফলতার সাথে জাতীয় পার্টি পাবনা জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।  সফল এবং আদর্শ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টুর  মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ী সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মানুষ ও পাবনা ও সুজানগরের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মুহুর্তের মধ্যে পাবনা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাসায় সর্বস্তরের নারী পুরুষ এই রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক কে এক নজর দেখার জন্য ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।  মকবুল হোসেন সন্টুর  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সংসদ সদস্য খোন্দকার আজিজুল হক আরজু, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, সুজানগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার,পাবনা জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের খান কদর,সাধারণ সম্পাদক হায়দার আলী, সুজানগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী,সাধারন সম্পাদক শহীদুল ইসলাম দায়েন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ।