১৩ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

চাঁদাবাজি বন্ধে প্রতিবাদ, এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

শেয়ার করুন:

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে চাঁদাবাজির প্রতিবাদ জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এতে অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

বুধবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব এ তথ্য নিশ্চিত করেন। তিনি অভিযোগ করেন, সাবেক মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাহবুব আলম নামের এক চিহ্নিত সন্ত্রাসী এই হামলার নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থানীয় চক্র নিয়মিত চাঁদাবাজি করে আসছে। এনসিপি’র মোহাম্মদপুর থানা শাখার নেতাকর্মীরা এ বিষয়ে মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ কার্যালয়ে একটি প্রতিবাদ জানাতে যান। প্রতিনিধি দলে ছিলেন মো. মোস্তাকিম, অ্যাডভোকেট লুৎফুল কবির সুজন, জাবেদ, শাওন ও আরও কয়েকজন।

তারা কার্যালয়ে পৌঁছানোর পরপরই ওত পেতে থাকা মাহবুব আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ঘিরে ধরে। একপর্যায়ে একটি কক্ষে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর চালায়। এতে মোস্তাকিম, কবীর সুজন, জাবেদ, শাওন, সানীসহ ছয়জন গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের মোবাইল, মানিব্যাগ এবং নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায়।

আহতরা বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এনসিপির অভিযোগ, মাহবুব আলম দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমে তদবির, টেন্ডার বাণিজ্য ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ফুটপাত দখল, বাজার থেকে অবৈধ চাঁদা আদায়সহ নানা অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, ৫ আগস্টের পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয়ে তার নেতৃত্বে গড়ে ওঠে নতুন একটি চাঁদাবাজ সিন্ডিকেট।

সংগঠনটি আরও জানায়, চাঁদা না দিলে ব্যবসায়ীদের উপর হামলা ও মিথ্যা মামলার ভয় দেখানো হয়। এমনকি এর আগেও মাহবুব ও তার লোকজন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা চালালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছে এনসিপি।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, চাঁদাবাজির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দলটি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে কৃষি মার্কেট এলাকায় অবৈধ চাঁদাবাজি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তারা।