চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চাটমোহর উপজেলার মহেলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি গাছ কেটে বিক্রি করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলের এডহক কমিটির সভাপতি নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক মিলে এই গাছ কেটে মোটা টাকায় বিক্রি করেছেন। একটি ভবন নির্মাণে গাছ বাধা হলে সেই গাছের মোটা মোটা ডাল-পালা কেটে ফেলা হয়। পরবর্তীতে সেগুলো বিক্রি করা হয়েছে। এজন্য কারো কোন অনুমোদন নেওয়া হয়নি।
এ ব্যাপারে স্কুলের এডহক কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম গাছ বিক্রির বিষয়টি অকোপটে স্বীকার করে বলেন,হ্যাঁ গাছের কয়েকটি ডাল কাটা হয়েছে। সেগুলো খড়ি বানানো হয়েছে। আবার বলেন,সেগুলো স্কুলেই আছে। এক পর্যায়ে বলেন,বিল্ডিং করতে অসুবিধা হচ্ছিল,তাই বিক্রি করা হয়েছে। কোন নুমোদন নেওয়া হয়নি। তবে স্কুলে গিয়ে কোন গাছ পাওয়া যায়নি। এলাকাবাসী জানান,গাছ বিক্রি করে টাকা পকেটস্থ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম জানান,বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
Post Views: 67







