হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মকবুল হোসেনের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সৈকত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিনিয়র তথ্য অফিসার মো. সামিউল আলম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম মোস্তফা, ও হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোজাম্মেল হক রওশন।
প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং সেবাসমূহ তুলে ধরেন এবং এ সকল সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে আবদান রাখার আহবান জানান। এছাড়াও তিনি শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন,যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ,নারীর ক্ষমতায়ন,মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দ্বায়িত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। স্বাগত বক্তব্য দেন, সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মহিলা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ প্রায় দেড় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।
মহিলা সমাবেশের পাশাপাশি একই স্থানে সন্ধ্যার পরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ,সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং যৌতুক ও বাল্যবিবাহ,মাদক,জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে ডকুমেন্টারী ও ড্রামা-ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শন করা হয়।








