১৫ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহরে কিমিয়ার উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান

শেয়ার করুন:

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনাস্থ চিকিৎসা সেবা কেন্দ্র ‘কিমিয়া’র আয়োজনে গতকাল বুধবার(৩১ মার্চ) পাবনার চাটমোহরে কিমিয়া উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপাধ্যক্ষ আঃ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, পাবনা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.ইতি হোসেন স্বপ্না। স্বাগত বক্তব্য দেন, কিমিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামান শামীম। অনুষ্ঠানে চাটমোহর, ভাঙ্গুড়া,ফরিদপুর ও আটঘরিয়া উপজেলার ৩৩জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এসময় চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাটমোহরের সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল,দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।##