৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহরে পুকুরের পানি থেকে শিশুর লাশ উদ্ধার

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:পাবনার চাটমোহরে পুকুরের পানি থেকে আট বছরের শিশু স্বাধীনের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। শনিবার (৯ জানুয়ারি) সকাল দশটার দিকে বামনগ্রামে তার বাড়ির পাশের পুকুরটি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বাধীন ওই গ্রামের বাসিন্দা শাহাদত হোসেনের ছেলে। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসী ও পুলিশ বলছে-পানিতে ডুবে মারা গেছে শিশুটি।  

স্থানীয় বাসিন্দা শারজিল হাসান মানিক বলছেন,শুক্রবার দুপুরে বড় বোন তানজিলা খাতুনের সঙ্গে গোসল দিতে পুকুরটিতে গিয়েছিল স্বাধীন। গোসল দেওয়ানো শেষে তাকে পাড়ে তুলে দেওয়া হয়েছিল। পরে তাকে বাড়িতে খুঁজে না পাওয়ায় শুরু হয় খোঁজ,করা হয় মাইকিংও। কোনও হদিস না পাওয়ায় সন্দেহ সৃষ্টি হয় স্বজনদের- পুকুরের পানিতেই ডুবে যায়নি তো স্বাধীন?  খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।
শনিবার স্থানীয়দের সঙ্গে নিয়ে চাটমোহরের দমকল বাহিনীর দুই সদস্য নেমে পড়েন পানিতে। অনুসন্ধানকালে পানিতে নামা একজনের পায়ে বাধে স্বাধীনের লাশ।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন,মৃতদেহের সুরতহালে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায়নি। গোসলের পরে বোনের বে-খেয়ালে হয়তো পানিতে পড়ে গিয়েছিল শিশুটি।