১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহরে পুকুরে কীটনাশক দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) নিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের মাধব হালদারের পুকুরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই মাছ চাষি।

রোববার সরেজমিন গিয়ে জানা গেছে, বছর তিনেক আগে চিনাভাতকুর গ্রামের রবেন হালদারের ছেলে মাধব হালদার স্থানীয় রিয়াজ হোসেন এবং শুকুর আলী নামের দুই ভাইয়ের কাছ কাছ থেকে ৪ লাখ টাকায় ৫ বিঘা আয়তনের একটি পুকুর লিজ নেন। এরপর দরিদ্র মাছ চাষী মাধব হালদার বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ শুরু করেন।
শনিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। রোববার সকালে ওই বিশালায়তনের পুকুরে বিপুল পরিমাণ মাছ ভাসতে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মাছ চাষী মাধব হালদার। পরে মাছগুলো জাল দিয়ে মেরে মাটিতে পুঁতে দেয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ ওই মৎস্য চাষী।
মাধব হালদার বলেন,আমি গরীব মানুষ। ধার দেনা করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ শুরু করেছিলাম। বিষ দেওয়ায় আমার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার সাথে কারো কোনো শত্রæতা নেই। আমি পথে বসে গেলাম। এখন ঋণের টাকা পরিশোধ করবো কীভাবে?
ঘটনার ব্যাপারে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, মাধব হালদার নামের ওই মাছ চাষী সত্যিই দরিদ্র মানুষ। একজন গরীব মানুষের সাথে এমন শত্রæতা কোনো ভাবেই কাম্য নয়। তাকে সরকারিভাবে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।