৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

শেয়ার করুন:

 

পাবনার চাটমোহরে বিলের জমিতে চাষ করতে গিয়ে বিষধর সাপের দংশনে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কৃষক আবুল হাসেম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের কুবাদ আলীর জামাতা। তিনি দীর্ঘদিন শ্বশুর বাড়িতে থেকে কৃষি কাজ করতেন।

এলাকাবাসী জানান, সোমবার (২৫ আগস্ট) সকালে নিজ গ্রামের পাশের বিলে জমি চাষ করতে যান আবুল হাসেম। জমিতে চাষাবাদ করার মুহূর্তে দুপুরের দিকে তাকে একটি বিষধর সাপ দংশন করে। এসময় তিনি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ তাকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করতে ব্যর্থ হন। এরই মধ্যে কৃষক হাসেমের অবস্থা গুরুতর হলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস রেজা।