১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহরে ভোট দেখতে এসে একজনের মৃত্যু

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে পৌর নির্বাচন দেখতে এসে সুজন মাহমুদ (৩৮) নামে নৌকার এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার সকালে ভোট কেন্দ্রের পাশে বালুচর খেলার মাঠে দলীয় নেতা-কর্মীদের সাথে দাঁড়িয়ে ছিলেন সুজন। তার বুকে লাগানো ছিল নৌকা মার্কার ব্যাজ। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মাহমুদকে মৃত ঘোষনা করেন। চিকিৎসক মাহমুদুল হাসান খান বলেন,হাসপাতালে আসার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে সুজন মারা গেছেন।
নৌকা সমর্থকের পরিচয় নিশ্চিত করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান,সুজন আমাদের সাথেই দাঁড়িয়ে ছিলেন। থানার ওসি আমিনুল ইসলাম জানান,লাশের সুরতহাল শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনতের কাছে হস্তান্তর করা হয়েছে।