১৫ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় অংকন শিল্পী রাসেল আহত

শেয়ার করুন:

পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকার পরিচিত মুখ ও ‘রাসেল আর্ট’ এর পরিচালক রাসেল আহমেদ (৩৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনায় তাঁর ডান পা ভেঙে গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পেশাগত দায়িত্বে টেবুনিয়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ চাটমোহর কাতলা মোড় এলাকায় একটি দ্রুত গতীর মোটরসাইকেল তার মোটরসাইকেলের ডান পাশে ধাক্কা দিলে এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

আহত রাসেল পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রানীগ্রাম পূর্ব পাড়ার মো: আব্দুস সাত্তারের মেজ ছেল। রাসেল দীর্ঘ দিন সাইনবোর্ড লেখার কাজের সাথে জড়িত।

দুর্ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে।