১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহরে সড়ক দূর্ঘটনায় বাইক চালক নিহত

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে শনিবার দুপুরের দিকে মাটিবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মঞ্জুরুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মঞ্জুরুল নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং নিউজিল্যান্ড ডেইরির সেলস রিপ্রেজেন্টিটিভ ছিলেন। ঘটনাটি ঘটেছে চাটমোহর-অষ্টমনিষা সড়কের পৈলানপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,মাটিবাহী একটি ট্রলি অষ্টমনিষার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেল চালক মঞ্জুরুল ছিটকে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহীতে স্থানান্তর করা হয়। রাজশাহী নেবার পথে বড়াইগ্রাম এলাকায় সে মারা যায়।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,রাজশাহী নেবার পথে নাটোরের বড়াইগ্রাম এলাকায় মারা গেছেন। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।