১৪ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২২শে জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহর ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: চাটমোহর শাখার অধীনে উপজেলার রেলবাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে অমৃতকুনন্ডা হাটের পাশে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন ইভিপি ও ব্যাংকটির রাজশাহী জোন প্রধান মিজানুর রহমান মিজি।

ব্যাংকটির এফএভিপি ও চাটমোহর শাখার ব্যবস্থাপক মো: আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চাটমোহর শাখার কর্মকর্তা বাছির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, চাটমোহর সরকারি কলেজের প্রভাষক কামাল মোস্তফা, রেলবাজার বণিক সমিতির সভাপতি লিখন বিশ^াস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দিনাজপুরের কান্তনগর প্রত্মতাত্তিক জাদুঘর ও মন্দিরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান রাসেল, বীরমুক্তিযোদ্ধা রওশন আলম, ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র নির্বাহী পরিচালক নুরে আলম মঞ্জু, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুবুল আলম, রেলবাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ রাজু আহমেদ।
অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।