১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহর পৌরসভায় সরকারি রাস্তা দখলকারীরা বেপরোয়া!

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌরসভা এলাকায় সরকারি রাস্তাগুলো দখলবাজদের কবলে। রাস্তা দখলকারীরা যেন বেপরোয়া। মানছেন না পৌরবিধি। ইচ্ছেমতো রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে বাড়ি,ঘর,ব্যবসা প্রতিষ্ঠান। অনেকে আবার সরকারি রাস্তা ঘিরে রেখেছেন। বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণ করার পর রামÍা নির্মাণ কাজে হাত দেন। কয়েকটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি বলেন,রাস্তার মধ্যে যা কিছু আছে,তা অপসারণ করতেই হবে। এজন্য কোন সুপারিশ গ্রহণ করা হবে না। তিনি রাস্তা দখলকারীদেরকে দ্রুত তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার আহবান জানান। কিন্তু কে শোনে কার কথা। রাস্তা দখলে থাকার ফলে নির্মাণ কাজ চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। সচেতন এলাকাবাসী রাস্তার মধ্যে ও সরকারি জায়গার সকল স্থাপনা উচ্ছেদ করার জন্য পৌর মেয়রের প্রতি আহবান জানিয়েছেন।  
এ ব্যাপারে চাটমোহর পৌরসভার মেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো বলেন,আমি প্রতিটি রাস্তা সঠিকভাবে নির্মাণ করতে চাই। এজন্য যারা রাস্তা দখলে রেখেছেন,তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে,তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু কেউ কী তা করছেন। তিনি বলেন,মেয়র কিন্তু একা এটা করতে পারবে না। পৌরবাসীকে এজন্য দায়িত্ব নিতে হবে। তবে যদি এটা না হয়,তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে। মেয়র বলেন,সকলের সহযোগিতায় চাটমোহরকে একটি সুন্দর পৌরসভায় রুপান্তর করতে চাই।