ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: দৈনিক জনকন্ঠ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা প্রেসক্লাব। গতকাল সোমবার পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ এক শোক বিবৃতিতে প্রয়াত আতিকুল্লাহ খান মাসুদের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রবীণ এই সাংবাদিক আতিকউল্লাহ খান মাসুদ দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। তিনি সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
Post Views: 58








