২৯শে অক্টোবর, ২০২৫ 🔻 ১৩ই কার্তিক, ১৪৩২🔻 ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখালেন ছাত্রদল নেতা তারিক

তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখালেন ছাত্রদল নেতা তারিক

শেয়ার করুন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাতে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড়ে দেখানো হয়েছে।

সাক্ষাৎকারটি প্রজেকটরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ছাত্রদলের এ নেতার উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

জানা যায়, মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই নিজ উদ্যোগে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতা তারিক।

এ সময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাচালক, পথচারীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে কাউকে তার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়।

জানতে চাইলে প্রদর্শনী কর্মসূচির ব্যাপারে তারিক বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তা দেশের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আমি তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। কারণ আমি মনে করি, দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে নেই। তবে তিনি দেশের মানুষের মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশের মানুষের আরও কাছে যাওয়ার কথা বলেছেন। সে কারণেই তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি।



সুত্রঃ কালবেলা