১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

দামেস্কে একাধিক রকেট হামলা | কালবেলা

শেয়ার করুন:

দামেস্কের মেজ্জাহ এলাকায় দুটি কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) এ ঘটনায় একজন নারী নিহত এবং কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বিষয়টি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে নিশ্চিত করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, রাজধানীর উপকণ্ঠ থেকে রকেট দুটি ছোড়া হয় এবং সেগুলো আবাসিক এলাকায় আঘাত হানে। এতে বেশকিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে, রকেটের পথ এবং উৎক্ষেপণস্থল শনাক্ত করার চেষ্টা চলছে।

হামলার পর মেজ্জাহ এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারকাজ পরিচালনা করেন।