৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

দেবোত্তর ডিগ্রি কলেজে মতবিনিময় সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দেবোত্তর ডিগ্রি কলেজের গর্ভনিং বড়ির সদস্যদের সাথে শিক্ষকেদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: সাইদুর রহমান।

আজ সোমবার ৮ ডিসেম্বর সকাল এগারোটার সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী দেবোত্তর ডিগ্রি কলেজের গর্ভনিং বড়ি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব।

দেবোত্তর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন তুষার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, সহকারী অধ্যাপক নিহার আফরোজ জলি, বিদ্যুৎসাহি সদস্য ও দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, দেবোত্তর ডিগ্রি কলেজের শিক্ষক /শিক্ষিকা,ছাত্র/ছাত্রী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।