বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, দেশের প্রতিটি নাগরিককে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। এজন্য প্রতিটিশিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিটি অভিভাবককে তার সন্তানকে কোরআন শিক্ষার দিকে অসুপ্রেরনা দেওয়ার আহবান জানান।
আজ শনিবার (২৫ আক্টোবর) দুপুর ১১’টার দিকে সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম হাতেখড়ি পাবলিক স্কুল আয়োজিত হাতেখড়ি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের হাতে কোরআন দেওয়া ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
হাতেখড়ি পাবলিক স্কুলের সভাপতি সৈয়দ শহিদ আলী মোল্লার সভাপতিত্বে ও কামরুদ্দৌলা দিশারীর সঞ্চালনায় বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আঃ কদ্দুস, সাঁথিয়া সরকারি কলেজের প্রভাষক ড. কামনুজ্জামান বকুল, গ্রৌরীগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আঃ করিম, সেক্রেটারী জিয়াউল কবির,গৌরীগ্রাম মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ওনার রুহুল আমিন প্রমুখ। পরেপ্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ তুলে দেন।







