তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ বেগমগঞ্জসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা মডেল প্রেসক্লাবের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রেসক্লাব মোড় এলাকায়। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঐ মানববন্ধনে সুশিল সমাজের সঙ্গে অংশ নেয় সাধারণ লোকজনও।
উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিতে বক্তব্য দেন, মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের তাড়াশ উপজেলা শাখার সভাপতি ডেইজি মির।
আরও বক্তব্য দেন, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্মামী, সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল, লালন গবেষক সাইফুল ইসলাম, প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ। বক্তারা বেগমগঞ্জসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার ও রায় .কার্যকর করার দাবি জানান|##








