১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন বানচাল কিংবা ভিন্নখাতে পরিচালিত করার ষড়যন্ত্র চলছে। সবাইকে এ ব্যাপারে সজাগ-সতর্ক থাকতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
লায়ন ফারুক বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ষড়যন্ত্রকারীরাই এখন হতাশ। গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। দেশের স্বার্থেই এই মতবিরোধ নিরসন হওয়া জরুরি। নইলে পতিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিতে পারে।
ন্যাশনাল লেবার পার্টির এ চেয়ারম্যান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবসময়ই ন্যাশনাল লেবার পার্টি বিএনপির পাশে ছিল, আগামীতেও জাতীয়তাবাদী শক্তির সঙ্গে থাকবে। আর বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মূল শেকড় হচ্ছে বিএনপি।
ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব লায়ন অ্যাডভোকেট মো. জাকির হোসেন। এ ছাড়া আরও বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ন্যাশনাল লেবার পার্টি কুমিল্লা জেলার সভাপতি মো. খোরশেদ আলম, কুড়িগ্রাম জেলার সভাপতি মো. আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য মো. মনিরুল ইসলাম খোকন ও আক্তারুজ্জামানসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
সুত্রঃ কালবেলা







