২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে আবারও গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। তার সঙ্গে আরও অন্তত আটজন অধিকারকর্মীকেও আটক করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
২০২৪ সালে ডিসেম্বরে কারাগার থেকে সাময়িক মুক্তি পাওয়া নার্গিস মোহাম্মদিকে পূর্ব ইরানের মাশহাদ শহরে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে সম্প্রতি মারা যাওয়া আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণানুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। আলিকোরদিকে গত সপ্তাহে তার অফিসে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে নার্গিস মোহাম্মদির ফাউন্ডেশন।
আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন নার্গিসের ঘনিষ্ঠ সহকর্মী ও পরিচিত অধিকারকর্মী সেপিদেহ ঘোলিয়ান। তিনি আগে তেহরানের এভিন কারাগারে নার্গিসের সঙ্গে বন্দি ছিলেন।
নার্গিস মোহাম্মদির ফাউন্ডেশনের দাবি, স্মরণানুষ্ঠানে উপস্থিত সবাই শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তবুও তাদের গ্রেপ্তার করা হয়েছে, যা মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। নার্গিসের ভাই হামিদ মোহাম্মদি জানান, গ্রেপ্তারের সময় নার্গিসের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার পায়ে আঘাত করা হয় এবং চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়।
নরওয়েজিয়ান নোবেল কমিটি এই গ্রেপ্তারকে নৃশংস আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইরান সরকারের কাছে অবিলম্বে নার্গিস মোহাম্মদির অবস্থা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।







