১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

পদ্মায় ইলিশ শিকার করায় ১৭ জেলের জেল-জরিমানা

শেয়ার করুন:

এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও বহনের দায়ে সোমবার(২০ অক্টোবর) উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি মা ইলিশ জব্দ করা সহ ১৭ জেলেকে আটক করেছে । পদ্মা নদীর সাতবাড়িয়া ,মানিকহাট ও নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী ও পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে  ভ্রাম্যমান আদালত পরিচালনার  মাধ্যমে আটককৃতদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান এবং ৪ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী। শেষে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা সহ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম।