সাঁথিয়া(পাবনা)সংবাদদাতাঃপদ্মা সেতু যাতে আওয়ামীলীগ সরকার উদ্বোধন করতে না পারে সে জন্য বিএনপি নানা মুখি ষড়যন্ত্র করছে। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি দেশের মধ্যে বিশৃংখলা সৃষ্টির পায়তারা করছে। শুক্রবার পাবনার সাঁথিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স¦রাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি। ক্ষেতুৃপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনসুর আলম পিন্চুর সঞ্চালনায় প্রধান অতিথি আরোও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ¯েøাগান দেন ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। আর আওয়ামীলীগের ¯েøাগান হবে ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। ত্রি-বার্ষিক আ,লীগের এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আ,লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত আলী বিল্লু, সাঁথিয়া উপজেলা আ,লীগের সহসভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, কার্তিক চন্দ্র সাহা, এসএম আলমগীর হোসেন, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া পৌর সভার মেয়র মাহবুবুর আলম বাচ্চু, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাজ্জাদ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক আমজাদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মজিবুর রহমান ও সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমূখ। এর আগে ক্ষেতুপাড়া ইউনিয়ন আ,লীগের ত্রি- বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা আ,লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। দ্বিতীয় অধিবেশনে জয়নুল আবেদীনকে সভাপতি ও মুনসুর আলম পিন্চুকে সাধারণ সম্পাদক করে ক্ষেতুপাড়া ইউনিয়ন আ,লীগের কমিটি ঘোষণা করা হয়।
Post Views: 109








