১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

পাবনায় অধ্যাপক তুলসী স্যারের বাসায় সংঘটিত দস্যুতার মূল হোতা গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

শেয়ার করুন:

প্রেস বিজ্ঞপ্তি: গত ২৭ জুলাই ২০২৫ ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন শিবরামপুর সাকিনস্থ ভিকটিম এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক জহরলাল বসাক তুলসী ব্যক্তিগত কাজে বাসার বাহিরে গেলে সুযোগে দুইজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত রান্নাঘরের দরজা দিয়ে প্রবেশ করে। তারা বাসায় একা থাকা কাজের বুয়াকে হাত-পা বেঁধে মুখ টেপ দিয়ে শ্বাসরোধ করে, আলমারী ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার (৫টি স্বর্ণের আংটি) ও নগদ টাকা লুণ্ঠন করে।

পরবর্তীতে ভিকটিম বাড়িতে প্রবেশ করলে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা নং-৩৫, তারিখ-২৮/০৭/২০২৫, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ এ রুজু হয়। পাবনা ডিবি পুলিশ  টানা দুইদিন পাবনা ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় অভিযানের পর ঘটনার মূল হোতা ও পরিকল্পনাকারী মোঃ আয়ান ইসলাম ওরফে জয় (২১) কে ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, ভিকটিম একা থাকার সুযোগে আসামী জয় এবং তার ছোট ভাই বিজয় সরকার (১৪) মিলে দস্যুতার পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ আয়ান ইসলাম ওরফে জয় (২১), পিতা: মৃত নিত্যানন্দ সরকার ওরফে নিতাই, সাং-দক্ষিণ রাঘবপুর, থানা-সদর, জেলা-পাবনা, স্থায়ী সাং-কুরুলিয়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।