১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

পাবনায় অ*প*হৃত স্কুলছাত্রী রাজশাহীতে উদ্ধার, গ্রে*প্তার ১

শেয়ার করুন:

পাবনায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাজশাহীর চারঘাট থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণের অভিযোগে রাব্বি মণ্ডল (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানায়। এর আগে রবিবার (১০ আগস্ট) ভোরে চারঘাট উপজেলার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর সিপিএসসি দল।

গ্রেপ্তার রাব্বি মণ্ডল পাবনার সুজানগর থানার মহব্বতপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলেন রাব্বি। বিষয়টি পরিবারকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে মেয়েটির ক্ষতির পরিকল্পনা করেন। পরে গত ১৪ জুলাই সকাল ১০টার দিকে স্কুলের সামনে থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যান রাব্বি ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা সুজানগর থানায় একটি অপহরণ মামলা করেন।

পরে তদন্ত কর্মকর্তার অনুরোধে র‍্যাব-৫ গোয়েন্দা নজরদারি চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের পাবনার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।