২৯শে অক্টোবর, ২০২৫ 🔻 ১৩ই কার্তিক, ১৪৩২🔻 ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-গুলি, আহত ১২

শেয়ার করুন:

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দিনগত রাত ১১টার দিকে শহরের ২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার বউবাজার ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে মন্ডলপাড়ায় দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর আগেও কয়েক দফায় বাগবিতণ্ডার পর হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সেই উত্তেজনা চরমে পৌঁছায়। জেলা স্বেচ্ছাসেকলীগ নেতা তুহিনের নেতৃত্বে অন্তত ২০-২৫ জন হামলা চালায়। পরে সেটি সংঘর্ষে রুপ নেয়। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করে।

পরে ঘটনাস্থল থেকে ধারালো ছুরি ও ছয়টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের পর এলাকায় জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘ঘটনার পরপর পুলিশের একাধিক ইউনিট পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। একজনকে আটক করা হয়েছে। সংঘর্ষে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’