১৫ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭

পাবনায় এক সপ্তাহের ব্যবধানে ডেঙ্গুতে মা- ছেলের মৃত্যু

শেয়ার করুন:

পাবনায় এক সপ্তাহের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা ও ছেলের মৃত্যুর খবর মিলেছে।ছেলে নাহিদ ইসলাম (১৯) গত এক সপ্তাহ আগে ডেঙ্গুতে আক্রান্ত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন, মা ও ছেলে দুজনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ছেলে হারানোর শোকের মধ্যেই একই রোগে মা রোজি বেগম (৪৫) মারা যান। শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রামে এক সপ্তাহের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েছে।  

নাহিদের বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমার ছেলে প্রথমে জ্বরে আক্রান্ত হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডেঙ্গু ধরা পড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ছেলেটা মারা যায়। ছেলেকে হারানোর শোক সামলানোর আগেই তার মাও অসুস্থ হয়ে পড়ল। ছেলের মৃত্যুর কয়েক দিন পর বৃহস্পতিবার আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।’ 

এক সপ্তাহের ব্যবধানে মা ও ছেলের এমন করুণ মৃত্যুতে পরিবারটির পাশাপাশি গোটা গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া।