৮ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৩শে কার্তিক, ১৪৩২🔻 ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

পাবনায় কাজী তৌফিক ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শেয়ার করুন:

পাবনায় কাজী তৌফিক ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) পাবনা সদর উপজেলার খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে কাজী তৌফিক ফাউন্ডেশন এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন  মো মেহেদী হাসান জনিসহ কাজী তৌফিক ফাউন্ডেশনের সদস্য  রিয়েল রাজ, শরিফ আহমেদসহ সম্মানতিত সদস্যবৃন্দ এবং এলাকাবাসী ।

জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবে জৈববিচিত্র মারাত্মক হুমকির মুখে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় পাবনার বিভিন্ন জায়গায় প্রায় ১০০ টির অধিক নিম গাছ রোপণ করে কাজী তৌফিক ফাউন্ডেশন। কাজী তৌফিক ফাউন্ডেশনের ফাউন্ডার কাজি তৌফিক জানান, মডেল পাবনা সিটি গড়তে কাজী তৌফিক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং পাবনাবাসীকেও একাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়।