পাবনায় বাংলাদেশ জাসদের উদ্যোগে ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আজ ৩১ শে অক্টোবর বেলা ১২ টায় রাধানগর মজুমদার পাড়ায় জেলা জাসদ কার্য্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দলের প্রবীণ নেতা বাংলাদেশ জাসদ পাবনা জেলা কমিটির সহ সভাপতি ও সুজানগর উপজেলা সভাপতি আমজাদ হোসেন (হাসান) কে সংবর্ধনা দেওয়া হয়।
পাবনা জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল কাবী শিন্টু, জেলা কমিটির সহ সভাপতি আল মাহমুদ নিটু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর উজ জামান খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ পল্লব, সহ সম্পাদক জহুরুল আলম সেলিম, সুজানগর উপজেলা সভাপতি আমজাদ হোসেন (হাসান), ঈশ্বরদী উপজেলা সভাপতি সৈয়দ সায়েম সাজ্জাদ রাঙা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিশ্বাস, চাটমোহর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুজা উদ্দিন বিশ্বাস।
আলোচনা সভা শেষে বাংলাদেশ জাসদ পাবনা জেলা কমিটির সহ সভাপতি ও সুজানগর উপজেলা সভাপতি প্রবীণ নেতা আমজাদ হোসেন (হাসান) কে দলের জন্য অসামান্য ভুমিকা রাখার স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। তাঁকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।







