পাবনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৌহিদ আহমেদ সুপ্ত (২৮) নামের এক মটরসাইকেল আরোহী যুবকের মার্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত দশটার দিকে নূরপুর বাইপাস সড়কের স্কয়ার মুড়ি ফ্যাক্টরি সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিছন থেকে ঘাতক ট্রাক সুপ্তর মোটরসাইকেলে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকা সুপ্তের মাথার ওপর দিয়ে উঠে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হেলমেট পরা থাকলেও শেষ রক্ষা হয়নি বলে আফসোস করেন স্থানীয়রা।
নিহত সুপ্ত পাবনা জেলা স্কুলের ১২ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি পাবনার শিবরামপুর মোজাহিদ ক্লাব এলাকার তানভীর আহমেদের ছেলে। পড়াশোনা শেষে তিনি মবিলের ব্যাবসায় করছিলেন বলে তার স্বজনদের সাথে কথা বলে জানা যায়। এক বছর পূর্বে সুপ্তর বিয়ে হয়েছিল বলে জানা গেছে। তার মৃত্যুতে তার পরিবারসহ পরিচিত বন্ধু বান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান আকস্মিক এই ঘটনায় মাথার ওপর ট্রাকের চাকা উঠে গেলে মৃত্যু হয় সুপ্তের। এবিষয়ে মামলা হয়েছে বলে জানান তিনি।







