ফাইল- ছবিপাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় জোবাইরা খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা জিন্নাহ আলী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়রা পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বেতবাড়িয়া গ্রামের জিন্নাহ আলীর মেয়ে এবং বেতবাড়িয়া উম্মে কুলসুম কিন্ডারগার্টেন নূরাণী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে বাবার মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিল জোবাইরা। পথে মোটরসাইকেলটি পাবনা-নাটোর মহাসড়কে মুলাডুলি ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় এলে মুলাডুলি থেকে দাশুড়িয়া অভিমুখী একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে পাকা রাস্তায় ছিটকে পড়ে মস্তিষ্কে আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই জোবায়রার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জিন্নাহকে গুরুতর আহতাবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ আহমেদ জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। নিহতের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক ও দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। নিহতের পরিবার মামলা না করলেও পাকশী হাইওয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবে বলে জানান ওই কর্মকর্তা।







