৯ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৪শে কার্তিক, ১৪৩২🔻 ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-১০

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: পাবনা- ঢাকা মহাসড়কের চর- চিনাখড়া ভটার মোড় নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় ৪ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, আজ সোমবার সকাল ৯.৩০ মিনিটের দিকে পাবনা- ঢাকা মহাসড়কের চরচিনাখড়ায় ঢাকা গামী পাবনা এক্্রপ্রেস ও বরিশাল গামী অর্থি পরিবহনের মধ্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটিবাসের চালক, সহকারী ও যাত্রীসহ ১০ জন আহত হয়। দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থি পরিবহনের। অর্থি বাসের চালক ও যাত্রীরা বেশি আহত হয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বেলাল হোসেন  জানান  দুর্ঘটনার শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এখানে অর্থি পরিবহনের চালককে আমরা আশংকা জনক অবস্থায় উদ্ধার  করে হাসপাতালে পাঠাই। এছাড়াও এ বাসের ৬ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করি। তিনি জানান, পাবনা এক্্রপ্রেসের বাসটি নিয়নন্ত্রন হারিয়ে অর্থি পরিবহনের বাসকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।
দুই বাসের সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে শত শত যানবহন আটকে পরে। দুরের যাত্রীরা পরিবহন ভোকান্তিতে পরে।
সংবাদ  পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সড়ক থেকে বাস দুটি সরানোর জন্য কাজ করছে।