পাবনার ঈশ্বরদী উপজেলার দেওয়ান দিকশাইল গ্রামে বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ রোববার (০৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আহত কিশোর পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের মো: হারুনুর রশিদের ছেলে। সে দিকশাইল ব্র্যাক স্কুলের ৩য় শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, আরাফাত নানা বাড়ি থেকে দিকশাইল ব্র্যাক স্কুলে পড়াশোনা করে। সেখানে তার নানার ছোট্ট একটি পুকুরে মাছ ধরতে যায়। নানার পুকুরের পাশেই ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আশিক আলীর পুকুর রয়েছে। পুকুরের মাছ রক্ষায় তিনি চারপাশে অবৈধ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছেন। ওই ফাঁদে শিয়াল, কুকুরসহ নানা বন্য প্রাণী প্রায়ই মারা পড়ে।
এদিন আরাফাত গিয়ে না বুঝে সেই বৈদ্যুতিক তারে হাত দিলে সাথে সাথে বিদ্যুয়াতি হয় এবং তারে জাড়িয়ে শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তার ডাক চিৎকারে পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।
গ্রামবাসীর অভিযোগ, আশিক আলী দীর্ঘদিন ধরে পুকুরের মাছ রক্ষায় চারপাশে অবৈধ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছেন। ওই ফাঁদে আজ যে দুর্ঘটনা ঘটেছে তাতে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তারা দ্রুত আশিক আলীর পুকুর থেকে অবৈধ বৈদ্যুতিক ফাঁদ অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।







