১৮ই সেপ্টেম্বর, ২০২৫ 🔻 ৩রা আশ্বিন, ১৪৩২🔻 ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭

পাবনায় প্রকৌশলীকে মারধরের অভিযোগে ঠিকাদারের নামে মামলা

শেয়ার করুন:

ফয়সাল মাহমুদ পল্লব: পাবনার চাটমোহরে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পর (ইউআইআইপি) নিম্নমানের কাজের প্রতিবাদ করায় প্রকৌশলীকে মারধর করেছে ঠিকাদার ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে এঘটনা ঘটে। এঘটনায় চাটমোহর থানায় ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জানা যায়, চাটমোহর পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পর (ইউআইআইপি) কাজ চলমান রয়েছে। এ কাজ করছে ঠিকাদার মো: সিরাজুল ইসলাম। নিম্নমানের কাজ হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সরেজমিনে তদন্তে যায় এলজিইডি সদর দফতরের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার (ডিএন্ডএস) কনসালটেন্ট ফার্মের প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। ঘটনাস্থলে গিয়ে ঢালাই কাজে ব্যবহৃত বালুর এফএম কম থাকায় সিলেট থেকে বালু আনতে বলায় এবং ময়লাযুক্ত বড় সাইজের পাথর ব্যবহার করতে নিষেধ করায় ও সঠিকভাবে কাজ করার কথা বললে ঠিকাদার সিরাজুল ইসলাম ও তার শ্যালক রুবেল অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং প্রকৌলশলীকে বাঁশের লাঠি ও কোদাল দিয়ে মারধর করে। ঘটনার সময় তাদের ঠেকাতে গেলে চাটমোহর পৌরসভার সহকারী প্রকৌশলী মো: রাফিউল বারী আঘাতপ্রাপ্ত হন।   

ঠিকাদার সিরাজুল ইসলামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার বোঁথর গ্রামে। তাঁর পিতার নাম মো: সাদেক মুন্সি। 

মারধরের শিকার প্রকৌশলী রফিকুল ইসলাম ওই দিন রাতেই চাটমোহর থানায় উপস্থিত হয়ে ঠিকাদার সিরাজুল ইসলাম ও তার শ্যালক রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন. ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।