১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

পাবনায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে

শেয়ার করুন:

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা পাবনার ভাঙ্গুড়ার জুবায়ের রহমান পিয়ালকে (৩২) কারাগারে পাঠানো হয়েছে।

তিনি সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া পৌর শহরের কালিবাড়ী মেন্দা শাহ্পাড়া মহল্লার বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাত ৯টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ‘জুবায়ের রহমান পিয়াল উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলার তদন্তাধীন আসামি। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।’