রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গতকাল শনিবার নিজ জেলা পাবনায় কর্মব্যস্ত দিন অতিবাহিত করেছেন। বিমানবাহিনীর হেলিকপ্টারে সকাল ৯টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম উদ্দিনসহ কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে যান তিনি।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে স্টেডিয়ামে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবনা-৫ (সদর) আসনে প্রার্থী হিসেবে ঘোষিত অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রার্থী হিসেবে ঘোষিত হাবিবুর রহমান হাবিব।
রাষ্ট্রপতি দুপুরে পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা-বাবাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করেন। তিনি কবরস্থান মসজিদে জোহরের নামাজ আদায় করেন এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ করেন।
বিকেলে তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলী ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান। পরে রাত ৮টায় সার্কিট হাউসে তিনি পাবনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সার্কিট হাউসে তিনি রাত্রিযাপন করেছেন। আজ রোববার তিনি বঙ্গভবনে ফিরবেন।







