৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরী চলাচল শুরু

শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি: দীর্ঘ ২০ বছর পর পাবনার কাজিরহাট- আরিচা  নৌরুটে  ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার দুপুরে পরীক্ষামূলক ভাবে একটি ফেরী কাজিরহাট  থেকে ছেড়ে  গেছে আরিচা ঘাটে। অপরদিকে আরিচাঘাট থেকে ছেড়ে একটি ফেরি  কাজিরহাট ঘাটে পৌচেছে।

পরীক্ষামূলকভাবে দুইটি ফেরি চলাচল পরিদর্শন করেন বিআইডবিøউটিএ-  চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক। এ সময় বিআইডবিøউটিসি এবং বিআইডবিলউটিএ’র কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় কমোডোর গোলাম সাদেক বলেন, দুইপাড়েই ফেরিঘাটের কাজ পুরোপুরি  শেষ হয়েছে। এছাড়া নৌপথকেও সচল করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে  ফেরি চালনা করা হচ্ছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হবে।