১৮ই সেপ্টেম্বর, ২০২৫ 🔻 ৩রা আশ্বিন, ১৪৩২🔻 ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭

পাবনার টেবুনিয়ায় কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

রহমতুল্লা দোলন : বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ ২০১৭ নীতিমালার আলোকে শ্রমিকদের নিয়মিতকরণ, এবং অর্থ মন্ত্রণালয়ের ২০২৫ সালের নীতিমালা বাতিল ও বিএডিসি-এর অনিয়মিত শ্রমিক নিয়মিতকরণ নিয়ে মতবিনিময় ও বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন-এর আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত টেবুনিয়া সীড গোডাউন, পাবনা সদর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন ও সমিতির শ্রমিক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম ভূইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রঞ্জু।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশন নেতা সুলতান আলী, দপ্তর সম্পাদক হাসান উদ্দিন, প্রচার সম্পাদক বকুল, অর্থ সম্পাদক মোঃ আলী হায়দার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মো. মুনতাজ আলী এবং বিএনপি’র মালিগাছা ইউনিয়নের সদস্য সচিব মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, অনিয়ম দূরীকরণ এবং নিয়মিতকরণের জন্য নীতিমালা কার্যকর করার গুরুত্ব তুলে ধরেন।

সৈয়দ মুনতাজ আলী তার বক্তব্যে বলেন, “শ্রমিকদের নিয়মিতকরণ শুধু তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং দেশের কৃষি খাতের উন্নয়নেও সহায়ক হবে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেব।”

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অধিকার রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব। এই ধরনের সভার মাধ্যমে আমরা শ্রমিক ও নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ বৃদ্ধি করতে পারি।”

সভায় শ্রমিকদের নিয়মিতকরণ, নীতিমালা বাস্তবায়ন ও অনিয়ম দূরীকরণের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।