১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

পাবনার ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন

শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের বিরুæপ প্রভাব মোকাবেলায় পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সহযোগীতিয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা ও যুব ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে গত দুই দিন ব্যাপী পাবনার ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন করা হয়েছে।

পাবনা শ^শান,পাবনা খ্রীষ্টিয় কবরস্থান, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎ সংঙ্গ আশ্রম, পাবনা মানসিক হাসপাতালসহ বিভিন্ন মন্দিরে এই গাছের চারা বিতরন করা হয়। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সাহা অপু, জেলা শাখার সহ-সভাপতি কলিট তালুকদার, উজ্জল দাস প্রমূখ।
সৎসঙ্গ আশ্রমের পক্ষে সৎসঙ্গের উপদেষ্ঠা সচিব ড. নরেশ মধু, সহ-প্রতি ঋত্বিক শ্রী অবিনাশ সাহা,হেমায়েতপুর ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক, পাবনা মানসিক হাসপাতালের পক্ষে পরিচালক ডাঃ আবুল বাসার মো: আসাদুজ্জামান, ওয়ার্ড মাষ্টার আব্দুল বারি, আনিছুজ্জামান, এবং বিভিন্ন মন্দ্রির কমিটির নেতৃবৃন্দ গাছের চারা গুলো গ্রহন করেন।