গতকাল বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক মঞ্চের ব্যানারে পাবনায় আসন্ন “পৌরসভা নির্বাচন শীর্ষক” নাগরিক সংলাপ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ ব্যবসায়ী ও পাবনা জেলা আ.লীগের উপদেষ্টা নাগরিক মঞ্চের আহবায়ক ইদ্রিস আলী বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব ও জেলা ওয়ার্কর্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন।
এসময় জাতীয় পার্টির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, জেলা আ.লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, যুগ্ম সম্পাদক এ্যাড. বেলায়েত আলী বিল্লু, দপ্তর সম্পাদ এ্যাড. আব্দুল আহাদ বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদ সোহেল হাসান শাহীন, পৌর আ.লীগের সভাপতি এ্যাড, তসলিম হাসান সুমন, জেলা গণতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক সুলতান আহম্মেদ ব্যুড়ো, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নাছির চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, জেলা স্বোচ্ছাসেবকলীগের সহসভাপতি রফিকুল ইসলাম রুমন, জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক রকিব হাসান টিপুসহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সুইট, সাবেক সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ আজাদসহ আওয়ামীলীগ ও ১৪ দলের শরীক বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যাক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক মঞ্চের সদস্য সচিব কমরেড জাকির হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নাগরিক মঞ্চ আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে স্বাধীনতা বিরোধী পরিবারের মানুষকে নৌকা প্রতিকে মনোনয়ন দেয়ার বিরোধী। সুবাধাবাদী এই গোষ্ঠি পাবনা জেলার সামাজিক, রাজনৈতিক, ব্যসায়ীক, পরিবহন সেক্টর সহ সকল স্থানে প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিজেদের লোক বসানোর কাজে ব্যস্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে পাবনার সকল সেক্টরকে দখলমুক্ত করতে আসন্ন পৌরসভা নির্বাচনে ঐ প্রার্থীকে বয়কটের আহবান জানিয়ে পৌরবাসির নাগরিক সমস্যা সমাধানের লক্ষে ৬১ সদস্য বিশিষ্ঠ নাগরিক মঞ্চ কমিটির ঘোষণা করা হয়।








