খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ডাউল, সেমাই, লবন ও তেল। এছাড়াও উপস্থিত মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি হাসানুজ্জামান সোহাগ বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভপতি আল নাহিয়া খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যের নিদের্শে করোনা কালিন সময়ে ছাত্রলীগ ত্রাণ বিতারণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ খাদ্য বিতরণ করে যাচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যে কোন পরিস্থিতিতে মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি। তিনি প্রধান মন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এসময় এলাকার অসহায় ও দু:স্থরা খাদ্য ও ইফতার পেয়ে খুশি হন। তারা বলেন, এলাকায় অনেক ধনী ব্যক্তি রয়েছে। তারা তো আমাদের জন্য সাহায্যর হাত বাড়ায়নি। আমরা সোহাগ বাবার সুস্বাস্থ্য ও ধীর্ঘায়ু কামনা করি।







