পাবনা প্রতিনিধিঃ পাবনায় ১০ বছর আগে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় ১০ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন সেতু পারাপার হচ্ছে এলাকাবাসি।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নরসিংহপুর গ্রামে ওয়াপদা বাধের খালের উপর প্রায় ১০ বছর আগে স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) একটি বড় সেতু (ব্রীজ) নির্মান করেন। মিনি মহাসড়কের সাথে সংশ্লিষ্ট এই সেতু নির্মানে ব্যায় হয় প্রায় অর্ধ কোটি টাকা। ১০ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের উপজেলা ও জেলা সদরে যাতায়াত সুবিধার জন্য নির্মিত এই সেতুর দুই পারে সংযোগ সড়ক নাই। জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন সেতু পারাপার হচ্ছে এলাকাবাসী। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট খাট দূর্ঘটনা।
নরসিংহপুর গ্রামের বাসিন্দা শামছুল আলম জানান, জনগুরুত্ব বিবেচনা করে সেতু নির্মিত হলেও সংম্লিষ্টদের অবহেলার কারণে জনদুর্ভোগে পোহাচ্ছে ১০ গ্রামের মানুষ। সেতুর দুই পার মাটি দিয়ে ভরাট করা হলেও নির্মান ক্রুটির কারণে মাটি থাকছে না। বর্ষার সময় ও অতি বৃষ্টি হলেই সেতুর সংযোগ সড়কের মাটি ধসে যায়, ঝুঁকি নিয়েই মানুষ পারাপার হয়। এভাবে প্রায় ১০ বছরের মতো সংযোগ সড়ক ছাড়াই সেতুটি ব্যবহার হচ্ছে। তিনি আরো জানান, সংশ্লিষ্ট দফতরে বাব বাব জানানোর পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
সুজানগর উপজেলা প্রকৌশলী (এলহিইডি) আব্দুল হাশেম জানান, বিষয়টি আমার জানা নাই। সেতুটি অনেক আগে নির্মিত হয়েছে। কত টাকা ব্যায় এবং কত বড় সেটা বলা সম্ভব নয়। কারন সেই সময় আমি এখানে কর্মরত ছিলাম না। তবে সম্ভবত স্থানীয় সাংসদের ব্যবস্থাপনায় বিষয়টির সমাধানের কাজ হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, বিষয়টি আমি জানি, সমাধানের কাজ চলছে। আশা করছি খুব দ্রুত ঐ সেতুর সংযোগ সড়ক হবে।#








