১৪ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২২শে জমাদিউস সানি, ১৪৪৭

পাবনা পৌর সভায় আ.লীগ দলীয় মনোনয়ন পেলেন সনি বিশ্বাস

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট: তৃতীয় ধাপের ৬৪টি পৌর নির্বাচনের প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। শনিবার সন্ধ্যায় দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চ’ড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবনে আওয়ামীলীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সভায় পাবনা পৌর সভা থেকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে পাবনা জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহŸায়ক আলী মর্তুজা বিশ্বাস সনিকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই সনি বিশ্বাসের সমর্থকরা ও আওয়ামী যুবলীগের কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। তারা পাবনা পৌর সভায় একজন আদর্শ নেতাকে পৌর সভার প্রার্থী হিসেবে পেয়ে গর্বিত। তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার ভোট গ্রহণ ৩০ জানুয়ারী ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।