১৩ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

পাবনা-৪ আসনের নির্বাচনের প্রচারণায়, সাঁথিয়াার এক ঝাঁক রাজনৈতিক নেতা

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কমঃ-
পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় সাঁথিয়া উপজেলার এক ঝাঁক রাজনৈতিক নেতা ও কর্মীরা নির্বাচনী মাঠে। পাবনা-১ আসনের এমপি,সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী  ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: শামসুল হক টুকুর নির্দেশে এমপি’র বড় ছেলে এ্যাড: আশিফ শামস্ রঞ্জনের নেতেৃত্বে সাঁথিয়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ঈশ্বরদী-আটঘরিয়া এলাকার ভোটের মাঠে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ঈশ্বরদীর পৌর এলাকা, আটঘরিয়ার উপজেলা সদর, বাজার এলাকা ও দেবত্ত বাজারে গিয়ে ঘরে ঘরে ও দোকানে দোকানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের জন্য নৌকার পক্ষে ভোট চান। এসময় ভোটের মাঠে প্রচারণায় ছিলেন এ্যাড: শামসুল হক টুকু এমপি’র বড় ছেলে এ্যাড: আশিফ শামস্ রঞ্জন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসান আলী খান, সাঁথিয়া পৌর- আ’লীগের সম্পাদক ও বিআরডিভি’র চেয়ারম্যান মাহবুব আলম বাচ্চু,ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম পিনচু,ক্ষেতুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাঁথিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল, সম্পাদক মিজানুর রহমান উকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক স্বপন প্রামানিক ও যুবলীগ নেতা খন্দকার শামীমসহ আরও অনেক দলীয় নেতা কর্মী প্রচারণায় অংশ নেয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসান আলী খান জানান, আমরা পাবনা-১ আসনের এমপি’র নির্দেশে নৌকার পক্ষে প্রচারণায় নির্বাচনী এলাকায় যাই। নির্বাচনী ভোটের মাঠে সভা, সমাবেশ চললেও ভোটারদের কাছে সরাসরি খুব কম মানুষই যাচ্ছে বলে ভোটারদের অভিযোগ রয়েছে। নৌকার পক্ষে প্রচারণা চললেও ধানের শীষের প্রচারণা চোখে পড়েনি। তবে শুধু আটঘরিয়া এলাকায় মাইকে ধানের শীষের প্রচরণা চোখে পড়ে।